কুয়েটে শিক্ষকবিহীন শ্রেণিকক্ষে ফিরেছেন শিক্ষার্থীরা, ৫ মাসেও সংকট কাটেনি

Spread the love

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি নিয়ে সংঘর্ষের পাঁচ মাস পার হলেও অচলাবস্থা কাটেনি। উপাচার্য না থাকায় সংকট দীর্ঘায়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী সেশনজট নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

তবে আগের ঘোষণার ভিত্তিতে ২১-২২ ব্যাচের শিক্ষার্থীরা আজ রোববার ক্লাসে ফিরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘রক্তাক্ত কুয়েট’ নামে একটি পেজে শনিবার এক পোস্টে বলা হয়, ‘সকল জরা-জীর্ণতা ঝেড়ে ফেলে নেতিবাচকতাকে রেড কার্ড দেখিয়ে আমরা সবাই আগামীকাল ক্লাসে ফিরি। শিক্ষকেরা আমাদের মঙ্গল কামনা করেছেন, তাঁরা মুখ ফিরিয়ে নিতে পারেন না। তাই ইতিবাচক মনোভাব পোষণ করে ক্লাসে ফেরার সময় এসেছে।’

এদিকে ক্লাস চালুর দাবিতে গার্ডিয়ান ফোরাম ঢাকা থেকে গত বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ রোববার কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে অভিভাবকদের মানববন্ধন করার কথা রয়েছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ৩১৫ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়,  ৫০ জনের মতো শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত আছেন। তবে শ্রেণিকক্ষে কোনো শিক্ষক নেই।

২১ ব্যাচের শিক্ষার্থীদের একজন আশির মুনতাকিম ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘আমাদের আন্দোলনের সময় অনেক শিক্ষক মনোক্ষুণ্ন হয়েছিলেন। আমরা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছি। এখন আমরা অনেকটা বাধ্য হয়ে ক্লাসে এসেছি। আমাদের শিক্ষাজীবন থেকে পাঁচটা মাস চলে গেছে। সাবেক ভিসিকে অব্যাহতি দেওয়ার আগে সিন্ডিকেটে সিদ্ধান্ত ছিল ৪ মে থেকে ক্লাস শুরু হবে। পরে আর কোনো সিন্ডিকেটে নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি যে ক্লাস বন্ধ থাকবে। সে অনুয়াযী আমাদের শিক্ষকদের

Leave a Comment