এত বিস্ময়কর, এত স্বপ্নে ভরা পৃথিবী! এখানে আমি জন্মেছি
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন ২৫ জুলাই। ২০২৫-এ তিনি ৮৬ বছর পূর্ণ করছেন। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, শিক্ষক, কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার, টেলিভিশন-উপস্থাপক, পরিবেশ আন্দোলনের সংগঠক—অনেক পরিচয় তাঁর। পেয়েছেন র্যামন ম্যাগসাইসাই পুরস্কার, একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কার। ক্রাউন সিমেন্টের সহযোগিতায় প্রথম আলোর আয়োজনে ‘অভিজ্ঞতার আলো’ নামের ভিডিও সাক্ষাৎকারের অনুষ্ঠানে সম্প্রতি তিনি অতিথি হয়ে এসেছেন। সাক্ষাৎকার নিয়েছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। সাক্ষাৎকারটির শ্রুতিলেখন নিচে তুলে ধরা হলো।

আনিসুল হক:
স্যার, আপনার শরীরটা কেমন আছে?
আবদুল্লাহ আবু সায়ীদ: আমি এক সুন্দরীকে দেখেছিলাম! তিনি ক্ষণে হাসেন, ক্ষণে কাঁদেন! আমাদের স্বাস্থ্যের অবস্থা তাই—এই ভালো তো এই খারাপ। এই রোদ, এই বৃষ্টি।
আনিসুল হক:
উইকিপিডিয়ায় লেখা যে আপনি ১৯৪০ সালে জন্মগ্রহণ করেছেন, ২৫ জুলাই। একটু আগে আপনার মুখে শুনলাম, আপনি আসলে ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেছেন। সে হিসাবে আপনার বয়স ৮৬ বছর। আপনি বলছিলেন যে আপনি রবীন্দ্রনাথের চেয়েও বেশি বছর বাঁচলেন।
আবদুল্লাহ আবু সায়ীদ: হ্যাঁ, রবীন্দ্রনাথ থাকলে তো আমি তাঁকে ধমক দিতাম। জুনিয়র তো।